Logo
×

Follow Us

অর্থনীতি

ব্রয়লার মুরগির দাম একেক বাজারে একেক রকম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১৭:৩৮

 ব্রয়লার মুরগির দাম একেক বাজারে একেক রকম

ব্রয়লার মুরগি। ছবি: সংগৃহীত

রমজান মাস শুরুর আগে ব্রয়লার মুরগির কেজি তিনশ টাকা ছুঁয়েছিল। পরে সরকারে উদ্যোগে উৎপাদনের সঙ্গে জড়িত বৃহৎ চারটি প্রতিষ্ঠানকে ১৯০-১৯৫ টাকা পাইকারি দাম নির্ধারণ করে দেওয়া হয়। এতে গত সপ্তাহের মাঝামাঝি ব্রয়লার মুরগির কেজি দুইশ টাকার নিচে নেমে আসে।

তবে বাজারে আবারো অস্থিরতা দেখা দেখা দিয়েছে। আজ শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর একেক বাজারে একেক দামে ব্রয়লার মুরগি বিক্রি হতে দেখা গেছে। গত কয়েকদিনের তুলনায় দামও কিছুটা বাড়তির দিকে।

মিরপুরের ১১ নম্বর বাজারে ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যদিও একদিন আগেই এখানে ২০০-২১০ টাকা কেজি ছিল।

এছাড়া সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা আর লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়।

বিক্রেতা মো. রশিদ হাই বলেন, গত সপ্তাহের মাঝামাঝি ব্রয়লার মুরগির দাম কমে ১৮০ টাকা কেজি হয়েছিল। সেখান থেকে বেড়ে ২২০ টাকা কেজি হয়েছে। 

এদিকে রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট ঘুরে দেখা যায়, দোকান ভেদে ব্রয়লার মুরগি ২২০-২৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। যদিও গতকাল বৃহস্পতিবার ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২১০ টাকা কেজিতে।

এই বাজারে সোনালি মুরগির কেজি ৩৩০-৩৪০ টাকা আর লেয়ার মুরগির কেজি ৩২০ টাকা।

কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা রকিবুল জানান, বাজারে মুরগির দাম আগের চেয়ে কমেছে। তবে কেজি প্রতি ১০-২০ টাকা উঠা নামা করছে।

মোহাম্মদপুরের টাউন হল বাজারে গিয়ে দেখা যায়,  ব্রয়লার মুরগির কেজি ২৩০ টাকা রাখা হচ্ছে। একদিন আগেই দাম ছিল ২০০-২১০ টাকা। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতারা এড়িয়ে যান।

রমজানের শুরুতে দাম পড়তে থাকার পর আবার কেন ব্রয়লার মুরগির দাম বাড়ছে এর সঠিক কোনো কারণ জানা নেই খুচরা বিক্রেতাদের। তারা বলছেন, বিক্রি কমের বাজারে চাহিদা মতো যোগানের পরও দাম বাড়ায় নেতিবাচক প্রভাব পড়ছে বেচাকেনায়।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫