
আন্তর্জাতিক নারী দিবসে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) ‘রাইড শেয়ারিং সার্ভিস প্রোভাইডার ঋণ’র আওতায় এক নারীকে স্কুটার ক্রয়ে ঋণ প্রদান করেছে।
রবিবার (৮ মার্চ) ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ গোলাম ফারুক বুশরা খানমের কাছে স্কুটারের চাবি হস্তান্তর করেন।
এ সময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমদে, মোহাম্মদ কামাল উদ্দিন ও মোহাম্মদ আলতাফ হোসেন ভুঁইয়া, পান্থপথ শাখা ব্যবস্থাপক ও ভাইস-প্রেসিডেন্ট মান্নান ব্যাপারীসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি