Logo
×

Follow Us

অর্থনীতি

এলএনজি সরবরাহ বন্ধ, দফায় দফায় লোডশেডিং

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২৩, ১৫:৪০

এলএনজি সরবরাহ বন্ধ, দফায় দফায় লোডশেডিং

প্রতীকী ছবি।

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে এলএনজি সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে রাজধানীতে বেড়েছে লোডশেডিং। দুই বিতরণ কোম্পানি মিলিয়ে প্রায় ৮০০ মেগাওয়াট লোডশেডিং হচ্ছে।

আজ শনিবার (১৩ মে) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তরফ থেকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রবিবার কক্সবাজার ও অন্যান্য স্থানে আঘাত হানতে পারে। এ সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আপনাদের সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। দুর্যোগকালীন বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সঞ্চালন ব্যবস্থা নানাভাবে ব্যাহত হয়।

ইতোমধ্যে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ (শুক্রবার রাত ১১টা থেকে) বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে।

এসময় চট্টগ্রাম, মেঘনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাস চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ বা আংশিক চালু থাকবে। তবে পরবর্তীতে ঝড়ের পরিস্থিতি বিবেচনায় দ্রুত স্বাভাবিক করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫