Logo
×

Follow Us

অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম বৃদ্ধির রেকর্ড

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ২২:২৭

আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম বৃদ্ধির রেকর্ড

মার্কিন ডলার। ছবি: সংগৃহীত

আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম ১০৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৫ পয়সা হয়েছে। আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলেছেন, এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দর, যা এক ধরনের রেকর্ডই বলা যায়। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সোমবার (২২ মে) মার্কিন মুদ্রা ডলার সর্বনিম্ন ১০৮ টাকা ৫০ পয়সা এবং সর্বোচ্চ ১০৮ টাকা ৭৫ পয়সা দামে বিক্রি হয়েছে।

এর আগে, গত ১৫ মে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ১০৮ টাকা ৫০ পয়সায় উঠেছিল, যা সোমবার পর্যন্ত এ বাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল।

গত ৭ মে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম বেড়ে ১০৮ টাকায় দাঁড়িয়েছিল।

ব্যাংকাররা জানান, রেমিট্যান্সে ডলারের দাম বৃদ্ধির কারণেই মূলত আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর বেড়েছে।

গত ৩০ এপ্রিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ১০৮ টাকা করে।

এর আগে, প্রায় ছয় মাস রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম ছিল ১০৭ টাকা, যদিও মার্চে বেশ কয়েকটি ব্যাংক বেশি দামে রেমিট্যান্স এনেছে।

গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দুই সংগঠন এবিবি ও বাফেদা রপ্তানি আয় ও রেমিট্যান্সের ডলারের দাম নির্ধারণ করে দিচ্ছে।

প্রসঙ্গত, যে দরে একটি ব্যাংক আরেকটি ব্যাংকের কাছে ডলার বিক্রি করে তা আন্তঃব্যাংক বিনিময় হার নামে পরিচিত। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫