Logo
×

Follow Us

অর্থনীতি

এবার আদানি থেকে বিদ্যুৎ আসা বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ২১:৫০

এবার আদানি থেকে বিদ্যুৎ আসা বন্ধ

ভারতে আদানি গ্রুপের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্র। ছবি: ফাইল

সম্প্রতি কয়লা সংকটে বন্ধ হয়ে গেছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র। সেই ধাক্কা না কাটতেই এবার ভারতের আদানির গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আসা বন্ধ হয়ে গেছে। 

আজ বুধবার (৭ জুন) দুপুর আড়াইটার পর বাংলাদেশ অংশে সঞ্চালন লাইনে সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জনসংযোগ পরিচালক শামীম হাসান জানান, ঝড়ের কারণে রহনপুরে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে দুপুর ২টা ৪৬ মিনিটে মেরামতের সময় সঞ্চালন লাইন ট্রিপ করে। তবে রাতেই বিদ্যুৎ সরবরাহ আবারও সচল করতে চেষ্টা চালাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার।

ঢাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ডিপিডিসি ও ডেসকো জানিয়েছে, আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ঢাকার লোডশেডিং বেড়েছে প্রায় ৩০০ মেগাওয়াট।

প্রসঙ্গত, ভারতের ঝাড়খন্ডে আদানি গ্রুপ ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এই বিদ্যুৎ বাংলাদেশ সীমান্ত থেকে রহনপুর পর্যন্ত আনতে ২৮ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভির সঞ্চালন লাইন আছে।

ওই লাইনে বিদ্যুৎ রহনপুর পর্যন্ত আনার পর তা বগুড়া হয়ে দেশের বিভিন্ন স্থানে সঞ্চালন করতে একই ক্ষমতার আরেকটি লাইন আছে।

আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে কয়েক মাস ধরে গড়ে প্রায় ৭৫০–৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পেয়ে আসছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫