পোশাকখাতে দেড় বিলিয়ন ডলারের ক্রয়াদেশ ‘বাতিল’: রুবানা হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১০:৩০

রুবানা হক। ফাইল ছবি
সারাবিশ্বে করোনাভাইরাস সংক্রমণের প্রভাব পড়েছে দেশের পোশাকখাতেও।
একের পর এক অর্ডার বাতিল হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পোশাক উৎপাদন ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক জানিয়েছেন, এখন পর্যন্ত দেশের তৈরি পোশাক খাতের এক হাজার ৮৯টি কারখানার ১ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের ক্রয়াদেশ স্থগিত করা হয়েছে।
গতকাল রবিবার (২২ মার্চ) গণমাধ্যমকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান।
ভিডিও বার্তায় দেশের পোশাক রফতানিখাত নিয়ে রুবানা হক বলেন, ভয়াবহ অবস্থা চলছে আমাদের। বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সমস্ত ক্রেতারা তাদের সমস্ত ক্রয়াদেশ (অর্ডার) আপাতত বাতিল করছেন। তারা বলেছেন স্থগিত, তবে আমাদের জন্য স্থগিত ও বাতিল একই জিনিস।
এ সময় তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী ১ হাজার ৮৯টি কারখানার ৮৭ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৬২২টি অর্ডার বাতিল হয়েছে। যার আর্থিক পরিমাণ ১ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। এসব কারখানার মোট শ্রমিকের সংখ্যা ১২ লাখ।
তিনি আরো বলেন, বর্তমানে তৈরি পোশাক খাত গভীর সংকটের সময় পার করছে। একের পর এক পোশাক কারখানার ক্রয়াদেশ বাতিল হচ্ছে। এভাবে চলতে থাকলে সামনে এ খাত ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে। তাই কঠিন এ সংকটময় মুহূর্তে বায়ারদের ক্রয় আদেশ স্থগিত না করার আহ্বান জানিয়েছেন পোশাক মালিকরা। পাশাপাশি সংকট উত্তোরণে সরকারের কাছে দ্রুত অর্থায়নে জন্য বিশেষ তহবিল গঠনসহ নগদ প্রণোদনা চায় পোশাক উদ্যোক্তারা।
সংশ্লিষ্টরা বলছেন, পোশাক খাতের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী ক্রয় আদেশ স্থগিত হলে পরে তা বেশিভাগ ক্ষেত্রে বাতিলই হয়ে যায়।