Logo
×

Follow Us

অর্থনীতি

শ্রমিকরা সময়মত বেতন পাবেন: রুবানা হক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মার্চ ২০২০, ০৮:৩৩

শ্রমিকরা সময়মত বেতন পাবেন: রুবানা হক

ড. রুবানা হক। ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে তৈরি পোশাকখাতে রফতানি আদেশ বাতিল হওয়ার মতো ঘটনা ঘটলেও শ্রমিকরা সময়মত বেতন পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।

তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমাদের পাশে থাকুন, যখন বেতনের সময় আসবে, তখন আপনারা বেতন পাবেন।

গতকাল সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

রুবানা হক বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে দেখা দেয়ায় বাংলাদেশের পোশাক খাত একটি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় কাউকে ধৈর্য হারালে হবে না। 

তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বস্ত করা হচ্ছে, সরকার আমাদের সাথে আছে।

তিনি দেশের গণমাধ্যমকেও এই সময় পোশাক শিল্পের পাশে থাকার আহবান জানিয়ে বলেন, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানকে এখন বলা দরকার,আমাদের যেসব পণ্য প্রস্তুত আছে, সেগুলো তারা যেন ক্রয় করে, না হলে আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ব।-বাসস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫