Logo
×

Follow Us

অর্থনীতি

অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম সার্কেলে ঋণ আদায় বিষয়ক সভা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১৮:১৩

অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম সার্কেলে ঋণ আদায় বিষয়ক সভা

ছবি: বিজ্ঞপ্তি

অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম সার্কেলে মামলাধীন ঋণসমূহের আদায় অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) চট্টগ্রাম সার্কেল সচিবালয়ে আয়োজিত এ সভার প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক তানজিনা ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর।

চট্টগ্রাম সার্কেল মহাব্যবস্থাপক এনামুল মাওলার সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বক্ষণিক আইন উপদেষ্টা মুহাম্মদ আলতাফ হোসাইন, সার্কেলাধীন সকল নির্বাহী, কর্পোরেট শাখা প্রধান, অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ, ঋণ ও আইন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর ব্যাংকের ঋণ আদায়সহ ২০২৩ সালে ব্যাংকটিকে আরও এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে আর্থিক সূচকসমূহের অধিক প্রবৃদ্ধি অর্জন, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স অর্জন বৃদ্ধিসহ সম্মানিত গ্রাহকগণকে অধিক সেবা প্রদানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুনাম অর্জন ও সর্বক্ষেত্রে অগ্রণীর অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫