Logo
×

Follow Us

অর্থনীতি

বৃহস্পতিবার থেকে ১০ টাকায় চাল বিক্রি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২০, ২৩:৩১

বৃহস্পতিবার থেকে ১০ টাকায় চাল বিক্রি

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে প্রতি কেজি চাল ১০ টাকা দরে রাজধানীতে ন্যায্যমূল্যে (ওএমএস) বিক্রি করবে খাদ্য অধিদফতর। বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে রাজধানীর ওএমএস ডিলারদের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

বুধবার (২৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আপাতত এ কার্যক্রম চলবে ৪ এপ্রিল পর্যন্ত।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এতদিন খাদ্য অধিদফতর ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করতো। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে নিম্ন আয়ের মানুষের আয় বন্ধ হয়ে গেছে। এতে তারা বিপদে পড়েছেন। তাই ওইসব মানুষদের কথা বিবেচনা করে দেশব্যাপী এই কার্যক্রম চালু করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫