Logo
×

Follow Us

অর্থনীতি

সর্বজনীন পেনশন: সোনালী ব্যাংকে বিশেষ সেবা কাউন্টার উদ্বোধন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ১৮:১২

সর্বজনীন পেনশন: সোনালী ব্যাংকে বিশেষ সেবা কাউন্টার উদ্বোধন

ছবি: বিজ্ঞপ্তি

দেশে সর্বস্তরের নাগরিকদের সুবিধা দিতে সরকার প্রথমবারের মতো চালু করেছে সর্বজনীন পেনশন স্কীম। সরকার ঘোষিত নতুন সামাজিক নিরাপত্তার এ স্কীমের হিসাব খোলার একমাত্র দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি। 

সর্বজনীন পেনশন স্কীমের সুবিধা দিতে ব্যাংকের স্থানীয় কার্যালয়ে বিশেষ সেবা কাউন্টার ও হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

আজ রবিবার (২০ আগস্ট) স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশেষ সেবা কাউন্টার ও হেল্প ডেস্কের উদ্বোধন করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।

এসময় অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫