Logo
×

Follow Us

অর্থনীতি

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৭ উপশাখা উদ্বোধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৮

গ্লোবাল ইসলামী ব্যাংকের ৭ উপশাখা উদ্বোধন

গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন অনুষ্ঠান

আধুনিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গ্লোবাল ইসলামী ব্যাংকের সাতটি উপশাখার উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রামের ভূজপুর ও পারুয়া হাজারিহাট, ঢাকার কাজীপাড়া ও আজমপুর, কুমিল্লার গৌরীপুর ও ইলিয়টগঞ্জ এবং গাজীপুরের মঠবাড়িতে এই সাতটি উপশাখার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে এই সাতটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।

এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। 

অত্যাধুনিক প্রযুক্তি ও ইসলামী বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।-বিজ্ঞপ্তি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫