Logo
×

Follow Us

অর্থনীতি

পুঁজিবাজারে ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩০

পুঁজিবাজারে ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

পুঁজিবাজার। ছবি- সংগৃহীত

সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইর লেনদেন ৮৫০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে।

আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে ডিএসইতে আগের দিন থেকে ১৭০ কোটি ৬০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইতে ৬৯৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০  পয়েন্টে।

আজ ডিএসইতে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে ১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫