বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার

সিনিয়র রিপোর্টার
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১৯:৫২

বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের লোগো। ছবি: সংগৃহীত
বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (ডাব্লিউ. এফ টি.ইউ) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বা ইন্টারন্যাশনাল এ্যাকশন ডে আগামীকাল মঙ্গলবার (৩ অক্টোবর) পালিত হবে।
কর্তৃত্ববাদ, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা হরণ এবং শোষণ ও আপোষকামিতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান নিয়ে ইন্টারন্যাশনাল এ্যাকশন ডে পালন করবে ডাব্লিউ.এফ.টি.ইউ বাংলাদেশ কমিটি।
ইন্টারন্যাশনাল এ্যাকশন ডে উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ডাব্লিউ.এফ.টি.ইউ বাংলাদেশ কমিটি।
শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধূরী, মেজবাহ উদ্দিন আহমেদ, আব্দুল কাদের হাওলাদার, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, মাহাবুবুল আলম, বাদল খান, নঈমুল ইসলাম জুয়েল, সৈয়দ সরোয়ার, নোমানুজ্জামান আল আজাদ, আহসান হাবিব বুলবুল প্রমুখ আগামীকালকের কর্মসূচি সফল করার জন্য অন্তর্ভুক্ত ফেডারেশনসমূহের সংগঠকদের প্রতি আহবান জানান।