Logo
×

Follow Us

অর্থনীতি

কাল থেকে ৩৫ টাকায় মিলবে টিসিবির পেঁয়াজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ১৭:৪৭

কাল থেকে ৩৫ টাকায় মিলবে টিসিবির পেঁয়াজ

পেঁয়াজ। ফাইল ছবি

গত কিছুদিন ধরেই বাড়তি পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। অনেক বাজারে এক কেজি পেঁয়াজ ১০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমদানি করা পেঁয়াজও ৭০ টাকার নিচে মিলছে না।

এদিকে ঢাকায় টিসিবির পরিবার কার্ডধারীদের মধ্যে ৩৫ টাকা কেজি দরে এ পণ্যটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। আগামীকাল সোমবার (৯ অক্টোবর) থেকে এ কার্যক্রম শুরু হবে। 

আজ রবিবার (৮ অক্টোবর) টিসিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রি হবে। প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা।

তবে এই পেঁয়াজ দেশে আসার পর সরবরাহ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫