এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলের ব্যবসা উন্নয়ন সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ১৬:০০
এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
এক্সিম ব্যাংকের রাজশাহী অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক, নির্বাহী, উপশাখা ইনচার্জ ও কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ অক্টোবর) বগুড়ার হোটেল মম ইনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা এবং ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন বর্তমানে স্মার্ট বাংলাদেশে আমাদের ব্যাংকিংও হতে হবে স্মার্ট। একই সাথে তিনি সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করে বার্ষিক লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন।