Logo
×

Follow Us

অর্থনীতি

রেকর্ড উৎপাদনের পরও লবণ আমদানির সিদ্ধান্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১৫:৪১

রেকর্ড উৎপাদনের পরও লবণ আমদানির সিদ্ধান্ত

লবণ। ফাইল ছবি

ভোক্তাদের স্বার্থ রক্ষায় ডিম ও আলুর পর এবার ১ লাখ টন লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, দেশে লবণের চাহিদা ২০ লাখ টন। ২৬৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ টন লবণ আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে সাড়ে ২২ লাখ টন। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমদানি করতে হচ্ছে। এজন্য অনুমোদন দেয়া হয়েছে।

দেরিতে ডিম আমদানির বিষয়ে তিনি বলেন, আমদানিতে দেরির কারণ হচ্ছে বার্ড ফ্লু পরীক্ষা। তবে সেই সমস্যা সমাধান হয়েছে। এখন ডিম আসতে থাকবে। সব মিলিয়ে, ২০ কোটি পিস আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে, আগামী ডিসেম্বরের শেষদিকে ডিম, আলু ও পেঁয়াজের দাম কমে আসতে পারে বলেও জানান তপন কান্তি ঘোষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫