গ্লোবাল ইসলামী ব্যাংকের চারটি উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১৪:২২

গ্লোবাল ইসলামী ব্যাংকের চারটি উপশাখার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে গতকাল রবিবার (১৯ নভেম্বর) গ্লোবাল ইসলামী ব্যাংকের চারটি উপশাখার উদ্বোধন করা হয়।
ঢাকার নয়া বাজার রোড, নারায়ণগঞ্জের কালনী, ফেনীর ছাগলনাইয়া ও নোয়াখালীর মাইজদী বাজারে এই চারটি উপশাখার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপশাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।