Logo
×

Follow Us

অর্থনীতি

১ বছরের মধ্যে বিটকয়েনের দর সর্বোচ্চ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১৯:২৭

১ বছরের মধ্যে বিটকয়েনের দর সর্বোচ্চ

বিটকয়েন। ছবি: সংগৃহীত

ভার্চুয়াল ক্রিপ্টোকারেন্সি বাজারে শীর্ষ মুদ্রা বিটকয়েনের দাম আরও বেড়েছে। প্রতিটির দর ৩৮ হাজার ডলার ছাড়িয়ে গেছে। 

আজ শনিবার (২৫ নভেম্বর) কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাধ্যম কিটকোর এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) প্রতি বিটকয়েনের মূল্য স্থির হয়েছে ৩৮ হাজার ৪২১ দশমিক ০৬ সেন্টে। গত ৫২ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। আগামী দিনে তা আরও বাড়তে পারে।

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থ্যাংকসগিভিং হলিডের পর ক্রিপ্টো মার্কেটে আবার ফিরে এসেছেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই লেনদেন বৃদ্ধি পেয়েছে। তাতে বিটকয়েনের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।   

বিখ্যাত বাজার বিশ্লেষক ক্রিপ্টো টনি সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে লিখেছেন, বিটকয়েনের দর চড়া রয়েছে। এই অবস্থায় অনলাইন মুদ্রাটি কিনতে মোটেও ভয় পাওয়া উচিত নয় ব্যবসায়ীদের।

এর আগে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এমএন ট্রেডিং ফাউন্ডার মাইকেল ভ্যান ডি পোপ্পে লেখেন, ১ বিটকয়েনের মূল্য ৩৮ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে। এমনটি হলে ৪০ হাজার ডলারে উঠার আগে ডিজিটাল মুদ্রাটির সেরকম কোনো দরপতন ঘটবে না।

উল্লেখ্য, ক্রিপ্টোকারেন্সি বাজারের সবচেয়ে বড় এবং তুমুল জনপ্রিয় মুদ্রা হলো বিটকয়েন। গত ১১ অক্টোবর যার দর নিষ্পত্তি হয়েছিলো ২৬ হাজার ৫৩৩ ডলারে। গত ১ বছরের মধ্যে যা ছিলো সর্বনিম্ন। সেই থেকে এখন পর্যন্ত ক্রিপ্টোটির মূল্য ঊর্ধ্বগামী হয়েছে ৪২ দশমিক ৫ শতাংশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫