Logo
×

Follow Us

অর্থনীতি

টাকার সংকটে বেড়েছে সুদহার-কলমানি রেট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ২১:৪৫

টাকার সংকটে বেড়েছে সুদহার-কলমানি রেট

কলমানি রেট বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯১ শতাংশ। প্রতীকী ছবি

তারল্য সংকটে ভুগছে দেশের বেশিরভাগ ব্যাংক। এমন অবস্থায় সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে আমানত সংগ্রহের চেষ্টা করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে বিশ্লেষকরা বলছেন, নজর দিতে হবে খেলাপি ঋণ আদায়ে। 

টাকার সংকট বেশি দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে। চাহিদা মেটাতে প্রতিযোগিতা তীব্র হয়েছে আমানত টানতে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে চাহিদা কম থাকলেও গ্রাহকদের বাড়তি মুনাফা দিয়ে আমানত সংগ্রহে জোর চেষ্টা চালাচ্ছে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলো। 

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো বিভিন্ন মেয়াদে আমানতে সুদ দিচ্ছে ৬ দশমিক ৫০ থেকে ৭ শতাংশ পর্যন্ত। তবে বেসরকারি ব্যাংকগুলো আমানতের সুদ নিচ্ছে ৯ শতাংশের ওপরেও। 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। সেই লক্ষ্যে পলিসি গ্রহণ করছে তারা। ব্যাংক বাজারে ডিপোজিট কমেছে। ফলে আন্তঃব্যাংকে চাপ পড়েছে। ৯ শতাংশ সুদ দিয়ে আমানত সংগ্রহের চেষ্টা করছে তারা।  

সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, যার প্রয়োজনীয়তা থাকে তারা একটু বেশি সুদ দিয়েই আমানত সংগ্রহ করে। দ্রুত দায় পরিশোধে এমনটি করে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে যার দরকার নেই, তারা এতটা মরিয়া হয় না।   

ব্যাংকগুলোর দৈনিক নগদ টাকার চাহিদা মেটাতে অন্যান্য ব্যাংকের কাছেও বেড়েছে হাত পাতা। ফলে কলমানি রেট বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯১ শতাংশ। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোর চাহিদা মেটাতে প্রতিদিন গড়ে ১৫ হাজার কোটি টাকা নগদ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, এই বিনিয়োগ করার ফলে তাদের কাছ থেকে টাকাটা সরকারের কাছে চলে যায়। ব্যাংকের কাছে টাকা কমে আসে। এই অবস্থায় ট্রেজারি বন্ড দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বাণিজ্যিক ব্যাংকগুলো। 

সুদহার বাড়িয়েও ব্যাংকগুলোর তারল্য সংকট কাটবে না বলে মনে করেন বিআইবিএম'র সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ। তিনি বলেন, নজর দিতে হবে খেলাপি ঋণ আদায়ে। তারল্য বাড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় হবে সম্পদ পাচার প্রতিরোধে দৃষ্টি দেয়া।

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের যা ৯ দশমিক ৯৩ শতাংশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫