Logo
×

Follow Us

অর্থনীতি

জরুরি পরিষেবার মধ্যে ব্যাংকিং খাতকে অন্তর্ভুক্তির দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০২:০১

জরুরি পরিষেবার মধ্যে ব্যাংকিং খাতকে অন্তর্ভুক্তির দাবি

জরুরি পরিষেবার মধ্যে ব্যাংকিং খাতকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংগঠনটির সভাপতি মোহাম্মদ শওকত হসেন সজল ও সাধারণ সম্পাদক শাব্বির আহমেদ শিমুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা জাতি হিসেবে একটা ক্রান্তিকালে আছি। মুজিববর্ষের মাহেন্দ্রক্ষণে পুরো জাতি লড়ছে করোনাভাইরাসের সঙ্গে। শুধু বাংলাদেশই নয়, গোটা বিশ্ব এখন এই ভাইরাসের মহামারিতে জর্জরিত। তবুও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক গৃহীত পদক্ষেপে বাংলাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখানেই শেষ নয়। সতর্ক না থাকলে যেকোনো সময়ই তা নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক পরিপত্র প্রকাশ করা হয়। সেখানে জরুরি পরিষেবার মধ্যে থাকা বিভিন্ন সেক্টর সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। অথচ গুরুত্বপূর্ণ জরুরি পরিষেবা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নাম পরিপত্রে উল্লেখ করা হয়নি। 

অথচ জাতীয় এই দুর্যোগের সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ২৬ মার্চ থেকে তিন দফায় সাধারণ ছুটি ঘোষণা করে, যা এখনো চলমান আছে। কিন্তু দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকারের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে তফসিলী ব্যাংকগুলো সীমিত আকারে ব্যাংকিং সেবা চালিয়ে যাচ্ছে। এসময় যেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা বলা হচ্ছে, সেখানে ব্যাংকগুলোতে চলছে উপচেপড়া ভিড়। বিশেষজ্ঞদের মতে ব্যাংকগুলো এখন হয়ে উঠেছে করোনার হাব। এমন প্রতিকূল পরিস্থিতিতেও ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা মানুষের সেবা দিয়ে যাচ্ছে অবিরাম।

এমন অবস্থায় অবিলম্বে সরকারি পরিপত্র সংশোধান করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জরুরি পরিষেবার অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫