এফএসআইবিএলে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০৫

ভার্চুয়াল কর্মশালায় অংশ নেন ব্যাংকের কর্মীরা। ছবি- সংগৃহীত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মীদের অংশগ্রহণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে 'বিএএলএমসিও কনফারেন্স-২০২৩' শীর্ষক ভার্চুয়াল কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস।
এতে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের।
কর্মশালায় বাণিজ্য ও বিনিয়োগভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধসহ সার্বিক মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সেশন পরিচালনা করেন বিএফআইইউয়ের অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক খন্দকার আসিফ রাব্বানী।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সব আঞ্চলিক প্রধান, কেন্দ্রীয় পরিপালন কমিটির সদস্য এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।