Logo
×

Follow Us

অর্থনীতি

প্রধানমন্ত্রীর তহবিলে সাইফ পাওয়ারটেকের ২ কোটি টাকা অনুদান

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ২১:০৬

প্রধানমন্ত্রীর তহবিলে সাইফ পাওয়ারটেকের ২ কোটি টাকা অনুদান

করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা দিয়েছে চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড।

বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের হাতে চেক তুলে দেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

২ কোটি টাকার মধ্যে ৬৫ লাখ টাকা কোম্পানির কর্মীদের বেতন থেকে এবং বাকি টাকা কোম্পানির নিজস্ব তহবিল থেকে দেয়া হয়েছে বলে তিনি জানান।

তরফদার মো. রুহুল আমিন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আমাদের শ্রমিকদের খাদ্য, পরিবহন সুবিধাসহ করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার নানা উদ্যোগ নিয়েছি।

এছাড়া দেশের বিভিন্ন এলাকায় প্রশাসনের সহযোগিতায় ত্রাণ দিচ্ছি। ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট কোচ ও খেলোয়াড়দের অনুদান দিচ্ছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫