Logo
×

Follow Us

অর্থনীতি

বাংলাদেশের সঙ্গে আইটিএফস’র ২.১ বিলিয়ন ডলারের ঋণচুক্তি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭

বাংলাদেশের সঙ্গে আইটিএফস’র ২.১ বিলিয়ন ডলারের ঋণচুক্তি

ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) লোগো। ছবি: সংগৃহীত

তেল ও গ্যাস কিনতে ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) এর সঙ্গে ২ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণচুক্তি করেছে জ্বালানি মন্ত্রণালয়।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) আইটিএফসি’র সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর শেষে এ কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, ঋণচুক্তির মধ্যে ১ দশমিক ৬ বিলিয়ন সহযোগীতা করবে বাংলাদেশ ব্যাংক বাকি ৮০০  মিলিয়ন দেবে আইটিএফসি। এই ঋণের অর্থে ৫০০ মিলিয়ন ব্যয় হবে গ্যাস কেনায় আর বাকিটা তেল কেনায় ব্যয় করবে সরকার।

নিরবচ্ছিন্ন জ্বালানির জন্য এই অর্থ মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এর আগে জ্বালানি মন্ত্রণালেয়ে ঋণচুক্তি চুক্তিতে স্বাক্ষর করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হয়েছেন মো. নুরুল আলম ও আইটিএফসি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম নুরদালি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫