Logo
×

Follow Us

অর্থনীতি

গ্লোবাল ইকনোমিস্ট ফোরাম থেকে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১৬:৩১

গ্লোবাল ইকনোমিস্ট ফোরাম থেকে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

ড. ইফতেখার আহমেদ চৌধুরী শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের হাতে পুরস্কার তুলে দেন। ছবি: সংগৃহীত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি সম্প্রতি গ্লোবাল ইকনোমিস্ট ফোরাম থেকে স্ট্রংগেস্ট শরীয়াহ্ ব্যাংক হিসেবে পুরস্কার অর্জন করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক ফরেন অ্যাফেয়ার্স উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদের হাতে এই পুরস্কার তুলে দেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গ্লোবাল ইকনোমিস্ট ফোরামের সভাপতি ড. এনায়েত করিম, সিনিয়র সহ-সভাপতি মেজর জেনারেল ড.  দিলওয়ার সিং এবং ব্রুনাই দারুস সালামের হাই কমিশনার হাজী হারিস বিন হাজী ওসমান উপস্থিত ছিলেন।   

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫