Logo
×

Follow Us

অর্থনীতি

ব্যাংক ঋণের সুদের হার ১৪ শতাংশের নিচে থাকবে: গভর্নর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ২০:৫৫

ব্যাংক ঋণের সুদের হার ১৪ শতাংশের নিচে থাকবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

বর্তমান কস্ট অব ফান্ড বিবেচনায় ব্যাংক ঋণের সুদের হার ১৪ শতাংশের নিচে থাকবে বলে আশা করছেন  বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

আজ বৃহস্পতিবার (১৬ মে) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। 

বৈঠকে ব্যবসায়ীরা গভর্নরকবে জানান, কেন্দ্রীয় ব্যাংকের বার বার নীতি পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সুদহার ১৪ শতাংশের বেশি না রাখার দাবি করলে গভর্নর তাদের আশ্বস্ত করেন।

বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম বলেন, ‘সুদের হার বৃদ্ধির বিষয়টি আমরা ওনাকে বলেছি। উনি বলেছেন, এটা মার্কেটের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। ডলার এক্সচেঞ্জ যেমন মার্কেটের ওপর ছাড়া হয়েছে, এটাও তেমনি মার্কেটের ওপর ছাড়া হয়েছে। উনি বলেছেন বিভিন্ন ব্যাংকের কস্টটা ৬ থেকে ৭ শতাংশ। এর বেশি না। এ কারণে উনি মনে করছেন, ১৪ শতাংশের উপরে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া কোনোভাবেই উচিৎ না, সম্ভবও না।’ 

তিনি বলেন, ‘ব্যাংকগুলোকে ঋণের সুদ নির্ধারণের ক্ষমতা দেওয়া হলেও তা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫