Logo
×

Follow Us

অর্থনীতি

দ্রব্যমূল্যের লাগাম টানতে তিন মন্ত্রীর বৈঠক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ১৮:০৬

দ্রব্যমূল্যের লাগাম টানতে তিন মন্ত্রীর বৈঠক

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ (মাঝে), খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (বামে), বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু (ডানে)। ছবি: সংগৃহীত

নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ ও মজুত কার্যক্রম তদারকি বাড়াতে সচিবালয়ে বৈঠক করেন তিন মন্ত্রী। তারা হলেন- কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ সোমবার (২৭ মে) কৃষিমন্ত্রীর দপ্তরে বসেন তারা।

কৃষিমন্ত্রীর সভাপতিত্বে সভায় কৃষি সচিব ওয়াহিদা আক্তার, খাদ্য সচিব ইসমাইল হোসেন, ভোক্তা অধিদফতরের ডিজি সফিকুজ্জামান, খাদ্যের ডিজি সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী সাংবাদিকদের জানান, সামনে ঈদুল আজহায় যাতে কোনও পণ্যের সংকট না হয়, কেউ যাতে ধিক মুনাফার লোভে বাজার অস্থির করতে না পারে সেজন্য করণীয় নির্ধারণে আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতেই বৈঠক করেছি।

ডিম মজুত করার বিষয়টি তদারকি করা হবে জানিয়ে তিনি বলেন, এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, দাম স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ আমদানি উন্মুক্ত আছে, কোনও সমস্যা হবে না। আলুর উৎপাদন কম হলেও আমদানি উন্মুক্ত আছে। ডিমের ওপর নজর রাখতে তদারকি চলছে।

মন্ত্রী বলেন, আমাদের সচিবরা সব সময় কোনও না কোনও ডিসিকে ফোন করছেন, খোঁজ-খবর রাখছেন। আমরা কেউ বসে নাই। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫