Logo
×

Follow Us

অর্থনীতি

২০২৩-২৪ অর্থবছর: ৬ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ২০:৪৩

২০২৩-২৪ অর্থবছর: ৬ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

ডলার। প্রতীকী ছবি

গত ২০২৩-২৪ অর্থবছরে দেশে ২ হাজার ৩৯১ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ মোট ৬টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, একটি বেসরকারি ব্যাংক এবং ৩ টি বিদেশি ব্যাংকে গত অর্থবছরে কোনো রেমিট্যান্স আসেনি। ব্যাংকগুলো হলো- রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক। এছাড়া কোনো প্রবাসী আয় পৌঁছেনি বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং হাবিব ব্যাংকেও।

২০২৩-২৪ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত  ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৭১ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে পৌঁছেছে ২ হাজার ৪৩ কোটি ৬৫ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে পৌঁছেছে ৪৫৯ কোটি ৯০ লাখ ডলার। শীর্ষ ১০ দেশের তালিকায় আরো রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, কাতার, ওমান ও বাহরাইন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫