Logo
×

Follow Us

অর্থনীতি

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে, সিএসইতে কমেছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১৩:১৮

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে, সিএসইতে কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে (৭ থেকে ১১ জুলাই) লেনদেন বেড়েছে ৪৪ শতাংশ। ছবি: ফাইল

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে (৭ থেকে ১১ জুলাই) লেনদেন বেড়েছে ৪৪ শতাংশ। একইসাথে ডিএসইএক্স সূচক কিছুটা বাড়লেও অপর দুই সূচক ডিএসই শরীয়াহ ও ডিএস-৩০ কমেছে। চট্টগ্রামকেন্দ্রিক শেয়ারবাজার সিএসইতে সূচক বেড়েছে ২৯৭ পয়েন্ট বা ১.৯০ শতাংশ, তবে লেনদেন কমেছে ১৫৬ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৯.২২ পয়েন্ট বেড়ে ৫৫০৬.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটি সপ্তাহের শুরুতে ছিল ৫৪৯৭.৫৬ পয়েন্টে। বেড়েছে ০.১৭ শতাংশ। অপর দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ১.১৭ পয়েন্ট কমে ১২০৭.৫৩ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ ৮.৯৮ পয়েন্ট কমে ১৯৪২.৩৬ পয়েন্টে অবস্থান নিয়েছে। 

এদিকে গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে মোট লেনদেন হয়েছে ১৫১ কোটি ৮ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। যা আগের সপ্তাহটিতে ৭১ কোটি ৬৭ লাখ শেয়ার ও ফান্ডের লেনদেন হয়েছিল। 

এতে করে ডিএসইতে সপ্তাহটিতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৪৪৭ কোটি ৯৫ লাখ টাকা। যা প্রতিদিনের গড় লেনদেনের পরিমাণ ৮৮৯ কোটি ৫৯ লাখ টাকা। আগের সপ্তাহে এ লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৪৬৩ কোটি ৩০ লাখ টাকা, যা গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৬১৫ কোটি টাকা। 

ডিএসইর বাজার মূলধন গত সপ্তাহের লেনদেনের শুরুতেই ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৩ কোটি টাকা। আর সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৩ হাজার ৬৫২ কোটি ৬৩ লাখ টাকা। এতে করে এক্সচেঞ্জটিতে বাজার মূলধন কমেছে প্রায় ৭ হাজার ৪৪৮ কোটি টাকা বা ১.১০ শতাংশ।  

এছাড়া বাজারটিতে গত সপ্তাহে ৪১২টি কোম্পানি ও ফান্ড লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ১৫৪টির, অপরিবর্তিত ছিল ২২টি, এবং লেনদেনই হয়নি ১৬ টির। 

লেনদেনের দিক দিয়ে শীর্ষ দশ কোম্পানির তালিকায় প্রথমে উঠেছে সী পার্ল বিচ এন্ড এস্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ারে মোট লেনদেনের পরিমাণ ছিল ১৭৮ কোটি টাকা। যা গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৪ লাখ টাকা।  দ্বিতীয় শীর্ষস্থানে উঠেছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানির মোট লেনদেনের পরিমাণ ছিল ১২০ কোটি ৯০ লাখ টাকা। যার গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ২৪ কোটি ১৮ লাখ টাকা। লেনদেনর শীর্ষে থাকা তৃতীয় অবস্থানে নাম লিখেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ কোম্পানির মোট লেনদেন হয়েছে ১০৬ কোটি ৮৫ লাখ টাকা বা গড়ে দৈনিক লেনদেনের পরিমাণ ২১ কোটি ৩৭ লাখ টাকা। 

এরপরে শীর্ষ লেনদেনের তালিকায় যথাক্রমে রয়েছে- সালভো কেমিক্যাল, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও আফতাট অটোমোবাইলস লিমিটেড।

চট্টগ্রামকেন্দ্রিক শেয়ারবাজার সিএসইতে গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২৬১ কোটি ৮৯ লাখ টাকা। যা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৬৮ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১৫৬ শতাংশ। আর সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বা সার্বিক সূচক ২৯৭ পয়েন্ট বেড়ে ১৫৭৫৭.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটি গত সপ্তাহের লেনদেনের শুরুতে ছিল ১৫৪৬৩.৫২ পয়েন্টে। এছাড়া সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৫ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৮৭টির, অপরিবর্তিত রয়েছে ২২টির কোম্পানির শেয়ার দর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫