Logo
×

Follow Us

অর্থনীতি

শুক্রবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১৯:৩৮

শুক্রবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী শুক্রবার সারাদেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বাজুস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) অতীতের ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অষ্টমী পূজার দিন সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাজুসের এই ঘোষণা অনুযায়ী আগামী ১১ অক্টোবর শুক্রবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫