Logo
×

Follow Us

অর্থনীতি

পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শুরু

Icon

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১৪:০৫

পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দ্বিতীয় দিনের মতো সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) প্রথম ঘণ্টায় ডিএসইর সূচক ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

এদিন বেঞ্চমার্ক সূচক গতকালের চেয়ে ৭৫ দশমিক ৪৫ পয়েন্ট যোগ হয়ে ৫ হাজার ৯২ দশমিক ৭৮ পয়েন্টে পৌঁছেছে।

লেনদেনের শুরুতে ৩৫৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ১৮টির কমেছে এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। 

সকাল ১১টা ৪ মিনিট পর্যন্ত টার্নওভার দাঁড়িয়েছে ১৫১ কোটি ৭৬ লাখ টাকা।

এছাড়া আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই শূন্য দশমিক ৫৪ শতাংশ বেড়ে ১৪ হাজার ৯৩ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫