রেস্তোরাঁসহ কিছু পণ্যের ভ্যাট পুনর্বিবেচনা করবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫
-67887e691a8d1.jpg)
জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়। ফাইল ছবি
ব্যাপক সমালোচনার মুখে রেস্তোরাঁর খাবারে ভ্যাটের হার বাড়ানোর ৫ দিন পর তা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল বুধবার (১৫ জানুয়ারি) প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্ব সহকারে পর্যালোচনা করে রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায়, ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।
একই সঙ্গে আরও কয়েকটি পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাটও পুনর্বিবেচনা করা হতে পারে বলে এনবিআর সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ভ্যাট পুনর্বিবেচনা করা হতে পারে ওষুধ ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি খাতে।
এর আগে, গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে রেস্তোরাঁর খাবারে ভ্যাটের হার ৫ থেকে একলাফে বাড়িয়ে ১৫ শতাংশ করে সরকার। সঙ্গে আরও শতাধিক পণ্য ও সেবায় বিভিন্ন হারে নতুন ভ্যাট আরোপ করা হয়। তারপর থেকেই নানা মহলে এ নিয়ে শুরু হয় সমালোচনা।