লাগাতার শাটডাউন চলবে, রবিবার ‘মার্চ টু এনবিআর’

জেষ্ঠ্য প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৮:১২

দাবি আদায়ে অনড় এনবিআরের আন্দোলনকারীরা। (ফাইল ছবি)
শনিবার শুরু হওয়া লাগাতার শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ ছাড়া ২৯ জুন সারাদেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের দপ্তর থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব সেহেলা সিদ্দিকা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানান।
শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছিল। কর্মসূচি প্রত্যাহার করে কাজে মন দেওয়ার নির্দেশনা দেয় সরকার। দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিসহ জনগণের সেবাদান কার্যক্রম সচল রাখাসহ বৃহত্তর জাতীয় স্বার্থে সরকারের তরফ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
কর্মসূচি প্রত্যাহারের ব্যাপারে সরকারের নির্দেশনা থাকলেও এনবিআর আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যেতে অনড় রয়েছেন।
গত ১২ এপ্রিল মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি আলাদা বিভাগ তৈরির অধ্যাদেশ জারি হলে সংস্থাটির কর্মীরা প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন। এরপর ১২ মে অর্থ মন্ত্রণালয় সেই অধ্যাদেশ অকার্যকর ঘোষণা করলে কর্মীরা কাজে ফেরেন। তবে তারা এনবিআর চেয়ারম্যানকে ২৯ মের মধ্যে অপসারণের দাবি জানান।
সেই সময়সীমা পার হওয়ার পর তারা চেয়ারম্যানকে এনবিআরে অবাঞ্ছিত ঘোষণা করেন। এর মধ্যে গত ২২ জুন আন্দোলনে থাকা পাঁচ কর্মকর্তাকে বদলি করা হলে কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং নতুন করে কর্মবিরতি ও আন্দোলন শুরু করেন।
বুধবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আন্দোলনে থাকা কর্মকর্তাদেরকে আলোচনার প্রস্তাব দিলেও তারা তা প্রত্যাখ্যান করেন।
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণ করা না হলে আগামী শনিবার ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার ‘কমপ্লিট শাটডাউন’ চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে।
পরদিন সারাদেশের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়।