যুক্তরাজ্য থেকে ১ হাজার ৪৪২ কোটি টাকার এলএনজি কিনছে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৫:৫০

এলএনজি কার্গো। ফাইল ছবি
সরকার দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে তিন কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটস (এমএমবিটিইউ) লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্যের কোম্পানি টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কিনতে মোট খরচ হবে ১ হাজার ৪৪২ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৩৮৮ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এই এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ‘সরকারি ক্রয় সংক্রান্ত বিধি, ২০০৮’ অনুসরণ করে এই কেনাকাটা সম্পন্ন হবে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ব্রিটিশ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এম/এস টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’-এর কাছ থেকে তিনটি চালানে এই এলএনজি কেনা হবে। এর মধ্যে এক কার্গো এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট) ১১.৪৪ মার্কিন ডলার।
সভায় আরও জানানো হয়েছে, ৬-৭ অক্টোবরে ৪৩তম কার্গো এবং ২৮-২৯ অক্টোবরে ৪৪তম কার্গোও একইভাবে স্পট মার্কেট থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই কার্গোগুলির প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম যথাক্রমে ১১.৩৪ ও ১১.৫৪ মার্কিন ডলার।
দেশের জ্বালানি সংকট মোকাবিলার জন্য সরকার আগস্ট মাসে আরও তিনটি স্পট এলএনজি কার্গো কেনার পরিকল্পনা করে। রাষ্ট্রীয় মালিকানাধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এর পক্ষ থেকে এই তিনটি কার্গোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কার্গোগুলি বিতরণের সময়সূচি নির্ধারণ করা হয় ৪-৫ আগস্ট, ২১-২২ আগস্ট এবং ২৮-২৯ আগস্ট।
প্রত্যেকটি কার্গোতে থাকবে ৩.৩৬ মিলিয়ন এমএমবিটিইউ এলএনজি। এগুলো মোহেশখালী দ্বীপে আনা হবে এবং দেশের দুটি ফ্লোটিং স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউএস) যেকোনো একটিতে খালাস করা হবে।