Logo
×

Follow Us

অর্থনীতি

পুঁজিবাজারে দরপতন, এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৬,৬৫৬ কোটি টাকা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১২:১১

পুঁজিবাজারে দরপতন, এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৬,৬৫৬ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জ।

সূচক বৃদ্ধির মধ্যেই সপ্তাহ শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ সময়ে ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। যদিও সম্মিলিত বাজার মূলধন কমেছে ৬ হাজার ৬৫৬ কোটি ৬৪ লাখ টাকা।

শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানানো হয়।

ডিএসই’র তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪.৭১ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ, দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৪ পয়েন্টে। অন্যান্য সূচকের মধ্যে ডিএসই-৩০ বেড়েছে ১৫.৬২ পয়েন্ট বা ০.৭৫ শতাংশে (২,০৮৯ পয়েন্ট), ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১৭.১৭ পয়েন্ট বা ১.৪৮ শতাংশে (১,১৮০ পয়েন্ট), তবে এসএমই সূচক (ডিএসমেক্স) কমেছে ১৩.৬৭ পয়েন্ট বা ১.৪২ শতাংশে (৯৫২ পয়েন্ট)।

সপ্তাহ শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৮ হাজার ১৮১ কোটি ২৫ লাখ টাকায়। আগের সপ্তাহে তা ছিল ৭ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি ৩ লাখ টাকা। অর্থাৎ ডিএসই’র বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫০১ কোটি ৭৭ লাখ টাকা। মূলধন কমলেও লেনদেন বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকার, যা আগের সপ্তাহের ৩ হাজার ৪৪৫ কোটি ৯৪ লাখ টাকার তুলনায় ১৮৯ কোটি ৭৪ লাখ টাকা বেশি।

এই সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৪১টির দর বেড়েছে, ১২৯টির কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত থেকেছে। আর ১৯টির লেনদেন হয়নি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৫২.১৬ পয়েন্ট বা ০.৩৪ শতাংশে, দাঁড়িয়েছে ১৫ হাজার ২৪ পয়েন্টে। সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ বেড়েছে ০.৩৮ শতাংশে (১৩,২৮৮ পয়েন্ট), সিএসসিএক্স বেড়েছে ০.৩০ শতাংশে (৯,২১৮ পয়েন্ট), সিএসআই বেড়েছে ১.২৪ শতাংশে (৯৫৭ পয়েন্ট)। তবে এসএমই সূচক (এসইএসএমইএক্স) কমেছে ০.০৬ শতাংশে (১,৮৭৬ পয়েন্ট)।

সপ্তাহ শেষে সিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৯৩৬ কোটি ৬৯ লাখ টাকায়। আগের সপ্তাহে এটি ছিল ৭ লাখ ২২ হাজার ৯১ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ বাজার মূলধন কমেছে ৩ হাজার ১৫৪ কোটি ৮৭ লাখ টাকা।

মূলধনের পাশাপাশি এই সপ্তাহে সিএসইতে লেনদেনও কমেছে। গত সপ্তাহে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮৭ লাখ টাকার, যা আগের সপ্তাহের ৭৫ কোটি ৭৮ লাখ টাকার চেয়ে ৬ কোটি ৯১ লাখ টাকা কম।

সপ্তাহে মোট ৩১৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৯২টির দর বেড়েছে, ১১০টির কমেছে এবং ১৬টির অপরিবর্তিত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫