Logo
×

Follow Us

অর্থনীতি

প্রতিমাসের দ্বিতীয় বুধবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে এনবিআর

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪

প্রতিমাসের দ্বিতীয় বুধবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে এনবিআর

এনবিআর ভবন।

বাণিজ্য সহজিকরণ বা ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়মিতভাবে ব্যবসায়ী সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে প্রতি মাসের দ্বিতীয় বুধবার ‘মিট দ্যা বিজনেস’ শীর্ষক বৈঠকের আয়োজন করা হবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা কাস্টমস, আয়কর ও ভ্যাট–সংক্রান্ত মাঠ পর্যায়ের সমস্যাগুলো সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের সামনে তুলে ধরতে পারবেন। এর ফলে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং দ্রুত কার্যকর সমাধান নেওয়া সম্ভব হবে।

আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হল রুমে সেপ্টেম্বর মাসের বৈঠক অনুষ্ঠিত হবে। একটি গুগল ফর্মে নিবন্ধনের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে এনবিআর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫