সোশ্যাল ইসলামী ব্যাংককে ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত না করার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৫

সংবাদ সম্মেলনে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হক , সুলতান মাহমুদ চৌধুরী, সাবেক পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-কে ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত না করে প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের নিকট ব্যাংক পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহক ও বিনিয়োগকারীরা।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ২০১৭ সালে শেখ হাসিনার নির্দেশে সরকারি গোয়েন্দা বাহিনীর সহায়তায় অস্ত্রের মুখে এস আলম গ্রুপ ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও অন্যান্য শেয়ারহোল্ডারদের সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণে নেয়। সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলম কর্তৃক দখল হওয়ার আগে পর্যন্ত দেশের সকল শরীয়াহ ব্যাংকের মধ্যে সবসময় দ্বিতীয় অবস্থানে ছিল।
বক্তারা অভিযোগ করেন, বিগত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের এস আলম নিয়ন্ত্রিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে কোনরূপ আলোচনা ছাড়াই ৪ জন স্বতন্ত্র পরিচালক ও মাত্র ১ জন উদ্যোক্তা পরিচালক সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে। তারা বলেন, এটি ছিল ব্যাংকটিকে আর্থিক দুরবস্থা থেকে টেনে তোলার জন্য অদূরদর্শী সিদ্ধান্ত।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালককে পাশ কাটিয়ে একজন অনভিজ্ঞ স্বতন্ত্র পরিচালককে নির্বাচিত করা হয়। অনেক উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারের পরিচালক হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের বর্তমান পরিচালনা পর্ষদে যুক্ত করার জন্য অনুরোধ বারবার অগ্রাহ্য করা হয়। ফলে প্রকৃত উদ্যোক্তাদের ওপর ব্যাংকের পরিচালনার দায়িত্ব না থাকায় গ্রাহকরা ব্যাংকের প্রতি অনাস্থা প্রকাশ করে তাদের সকল ডিপোজিট তুলে নেয়, যা ব্যাংকের দুরবস্থা আরও ঘনীভূত করেছে।
বক্তারা বলেন, “বাংলাদেশ ব্যাংক কর্তৃক যাদেরকে পরিচালনা পর্ষদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়া হয়েছে তারা কেউই পূর্বে কোনো ব্যাংক পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন না এবং ব্যাংক পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা নেই। এছাড়াও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও একজন উপ-ব্যবস্থাপনা পরিচালকও ইসলামী ব্যাংকিং কার্যক্রমে অভিজ্ঞ নন।”
তাদের দাবি, ব্যাংককে ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত না করে প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের হাতে পরিচালনার দায়িত্ব ন্যস্ত করলে, দ্রুত সময়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় সোশ্যাল ইসলামী ব্যাংক তার গ্রাহকের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে পারবে এবং ব্যাংকের আর্থিক দুরাবস্থা কাটিয়ে ব্যবসায়িকভাবে পুনরায় লাভজনক ও সফল ব্যাংকে রূপান্তরিত হবে।
সংবাদ সম্মেলনে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হক , সুলতান মাহমুদ চৌধুরী, সাবেক পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।