Logo
×

Follow Us

অর্থনীতি

বন্ডেড গুদাম ছাড়ে প্রক্রিয়া সহজ করলো এনবিআর

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৯

বন্ডেড গুদাম ছাড়ে প্রক্রিয়া সহজ করলো এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বন্ডেড গুদাম লাইসেন্সধারীদের আমদানিকৃত পণ্যের ছাড় প্রক্রিয়ায় বিলম্ব দূর করতে নতুন একটি নির্দেশনা জারি করেছে, যা এইচএস কোড বিভ্রান্তি দূর করবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, যদি নির্ধারিত এইচএস কোডের প্রথম চারটি অঙ্ক বন্ডেড গুদাম লাইসেন্সে উল্লেখিত কোডের সঙ্গে মিলে যায়, তাহলে সংশ্লিষ্ট লাইসেন্সধারীরা একটি অঙ্গীকারনামা দিয়ে তাৎক্ষণিকভাবে পণ্য ছাড় করতে পারবেন এবং পরে লাইসেন্স আপডেট করতে পারবেন।

এছাড়া, যদি সম্পূর্ণ ভিন্ন একটি এইচএস কোড নির্ধারিত হয়, তাহলে লাইসেন্সধারীরা কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (CBMS)-এ সংশোধন করে দুই দিনের মধ্যে পণ্য ছাড় করতে পারবেন।

এইচএস কোড (Harmonized System Code) হলো একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পণ্য শ্রেণিবিন্যাস পদ্ধতি, যা আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত হয়।

প্রায়ই পণ্যের বর্ণনা বা শ্রেণিবিন্যাসে ভিন্নতার কারণে আমদানি ঘোষণায় উল্লেখিত এইচএস কোড এবং কাস্টমস কর্তৃপক্ষের মূল্যায়ন ভিন্ন হয়, যার ফলে পণ্য ছাড়ে জটিলতা দেখা দেয়।

নতুন এই পরিবর্তনের ফলে পণ্য ছাড়ের প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে, যা রপ্তানি কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং সরবরাহ চেইনে বিলম্ব কমাবে।

কাস্টমস প্রক্রিয়া সহজ করায় এনবিআর আশা করছে, এ উদ্যোগ বাংলাদেশের রপ্তানি খাতকে উৎসাহিত করবে এবং বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫