Logo
×

Follow Us

অর্থনীতি

শিল্পের সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার নিল বিজিএমইএ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১

শিল্পের সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার নিল বিজিএমইএ

রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে শনিবার বিজিএমইএ-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শিল্পের সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার নিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সদস্যরা।

শনিবার রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত বিজিএমইএ-এর ৪২তম বার্ষিক সাধারণ সভায় এই অঙ্গীকার নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এতে অংশ নেন সংগঠনের সহ-সভাপতি, পরিচালনা পর্ষদের সদস্যরা, সাবেক সহ-সভাপতি ও পরিচালকেরা, সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা।

২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদন দেওয়া হয় সভায়। সেইসঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ ও অনুমোদন এবং নতুন অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়।

সভাপতি মাহমুদ হাসান খান বক্তব্যে সর্বশেষ তিন মাসে পরিচালনা পর্ষদের নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ, শিল্পের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

“শিল্পের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সম্মিলিত প্রচেষ্টাই এই খাতকে টিকিয়ে রাখবে,” বলেন তিনি।

বক্তব্যে সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

সভায় শিল্পের বর্তমান সংকট, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার কৌশল এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা পূর্ববর্তী পরিচালনা পর্ষদের করার কথা থাকলেও, তারা মেয়াদ পূর্ণ করতে না পারায় এবং সরকারের মনোনীত প্রশাসকের অধীনে প্রায় আট মাস বিজিএমইএ পরিচালিত হওয়ায় নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন সম্ভব হয়নি।

বর্তমান পর্ষদ দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে এই সভা সফলভাবে আয়োজন করেছে। এর মাধ্যমে সদস্যদের প্রতি সংগঠনটি স্বচ্ছতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫