Logo
×

Follow Us

অর্থনীতি

বাংলাদেশে বিনিয়োগ ও শ্রমিক নিতে আগ্রহ আজারবাইজানের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৮

বাংলাদেশে বিনিয়োগ ও শ্রমিক নিতে আগ্রহ আজারবাইজানের

আজারবাইজানের রাজধানী বাকুতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেশটির শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রী আনার আলিয়েভের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

আজারবাইজানকে আরও দক্ষ শ্রমিক নিতে অনুরোধ করেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে দেশটিকে আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

অন্যদিকে শ্রম ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছে আজারবাইজান।

বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সঙ্গে দেশটির শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রী আনার আলিয়েভের দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে সাখাওয়াত হোসেন আজারবাইজানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষা, জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন।

এছাড়াও তিনি শ্রমখাতে কারিগরি সহযোগিতা বাড়াতে আজারবাইজানের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার বিষয় উল্লেখ করে তিনি বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে আজারবাইজানের প্রতি অনুরোধ জানান।

বৈঠকে আজারবাইজানের মন্ত্রী আনার আলিয়েভ দুই দেশের মধ্যে শ্রম ও বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা এগিয়ে নিতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন।

এই গ্রুপে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া, ওআইসি লেবার স্টেটিউট স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে দ্রুত তা অনুস্বাক্ষর করার জন্যও অনুরোধ জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সাক্ষাৎ দুই দেশের মধ্যে বৈদেশিক কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একটি ‘মাইলফলক’ হিসেবে কাজ করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫