Logo
×

Follow Us

অর্থনীতি

ঋণ গ্রহণে বাংলাদেশের জন্য আইএমএফের নতুন শর্ত

Icon

জেষ্ঠ্য প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫০

ঋণ গ্রহণে বাংলাদেশের জন্য আইএমএফের নতুন শর্ত

প্রতীকী ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রথমবারের মতো বাংলাদেশের জন্য বিদেশি ঋণ গ্রহণের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছে। সংস্থাটির এই নতুন শর্ত অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ৮৪৪ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ নিতে পারবে না।

গত জুনে আইএমএফের বোর্ড বাংলাদেশের জন্য ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩৪ কোটি ডলার ছাড়ের অনুমোদন দেয়। এরপর প্রকাশিত ‘কান্ট্রি রিপোর্টে’ নতুন এই শর্তের কথা জানানো হয়, যা পরবর্তী কিস্তির অর্থ পাওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

শর্তানুযায়ী, পুরো অর্থবছরের জন্য ঋণসীমা ৮৪৪ কোটি ডলার নির্ধারণের পাশাপাশি প্রতি প্রান্তিকে কী পরিমাণ ঋণ নেওয়া যাবে, তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) সর্বোচ্চ ১৯১ কোটি ডলার, প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৩৩৪ কোটি, নয় মাসে (জুলাই-মার্চ) ৪৩৪ কোটি এবং পুরো অর্থবছরে সর্বোচ্চ ৮৪৪ কোটি ডলার পর্যন্ত বিদেশি ঋণ গ্রহণ করা যাবে। আইএমএফ প্রতি তিন মাস অন্তর বিদেশি ঋণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরে সরকার ৮৫৭ কোটি ডলার বিদেশি ঋণ নিয়েছিল। সেই তুলনায় আইএমএফের শর্ত পূরণে চলতি অর্থবছরে ঋণ গ্রহণের পরিমাণ কিছুটা কমাতে হবে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিদেশি ঋণ নেওয়া হয়েছে ২০ কোটি ২৪ লাখ ডলার।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আইএমএফের সর্বশেষ ‘ডেট সাসটেইনেবিলিটি অ্যানালাইসিস’ (ডিএসএ) বা ঋণ স্থায়িত্ব বিশ্লেষণের ওপর ভিত্তি করে এই নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। এই বিশ্লেষণে বাংলাদেশকে টানা দুই অর্থবছর, অর্থাৎ ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে 'মধ্যম ঝুঁকি'র দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা আগে 'কম ঝুঁকি'র তালিকায় ছিল।

রপ্তানি ও রাজস্ব আয়ের তুলনায় ঋণ পরিশোধের চাপ বেড়ে যাওয়ায় বাংলাদেশকে মধ্যম ঝুঁকির দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডিএসএ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের ঋণ ও রপ্তানির অনুপাত দাঁড়িয়েছে ১৬২.৭ শতাংশ, যা আইএমএফের পূর্বানুমান ১১৬-১১৮ শতাংশের চেয়ে অনেক বেশি। এছাড়া, বিদেশি ঋণ ও রাজস্বের অনুপাতও বেড়েছে, যা সরকারের নতুন ঋণ গ্রহণের ক্ষমতাকে সংকুচিত করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫