চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল কার্যকর ১৫ অক্টোবর থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৬:৩৩

চট্টগ্রাম বন্দর।
এক মাস স্থগিত থাকার পর নতুন বর্ধিত শুল্কহার কার্যকর হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরে। ১৪ অক্টোবর মধ্যরাত থেকে বন্দর ব্যবহারকারীদের নতুন হারে মাশুল পরিশোধ করতে হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুর মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে অনুসারে, ১৪ অক্টোবর রাত ১২টার পর থেকে বন্দরে আসা সব জাহাজ, কনটেইনার ও পণ্যের ক্ষেত্রে নতুন শুল্কহার প্রযোজ্য হবে। এর ফলে বন্দরের সব ব্যবহারকারী, বিশেষ করে সিঅ্যান্ডএফ এজেন্টদের নতুন তালিকা অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।
পুরাতন নির্দেশনা অনুযায়ী ১ অক্টোবর থেকে নতুন এই মাশুল কার্যকরের কথা থাকলেও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের আপত্তির মুখে সরকারের নৌপরিবহন উপদেষ্টার হস্তক্ষেপে তা এক মাসের জন্য স্থগিত করেছিল বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষ বলছে, ক্রমবর্ধমান পরিচালন ব্যয় ও অবকাঠামোগত খরচ মেটাতে এই সমন্বয় আনা হয়েছে।
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশের বেশি পণ্য পরিবহন হয়ে থাকে।