Logo
×

Follow Us

অর্থনীতি

বাংলাদেশে বিনিয়োগে সৌদি আরবকে গভর্নরের আহ্বান

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৫:৩৩

বাংলাদেশে বিনিয়োগে সৌদি আরবকে গভর্নরের আহ্বান

সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

অর্থনৈতিক নানা প্রতিবন্ধকতা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা তুলে ধরে দেশে বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতিনিধিদলকে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট’ এ তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে গভর্নর বলেন, “বাংলাদেশ করোনা মহামারি ও রাজনৈতিক অস্থিরতার মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনৈতিক স্থিতিশীলতা ও ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনের সক্ষমতা দেখিয়েছে।”

প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে বেসরকারি খাতের ভূমিকার কথাও উল্লেখ করে তিনি বলেন, “ইসলামী বিশ্বে আমাদের বিপুল জনশক্তি ও বড় বাজার রয়েছে। বাংলাদেশ সরকারি ও বেসরকারি উভয় খাতেই সৌদি বিনিয়োগকে স্বাগত জানায়।”

অনুষ্ঠানে সৌদি প্রতিনিধিদলের নেতা শেখ ওমর আবদুল হাফিজ আমির বখশ জানান, সৌদি আরব বাংলাদেশের দক্ষ জনশক্তি এবং তৈরি পোশাক (আরএমজি) আমদানিতে আগ্রহী।

তিনি আরও বলেন, “সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশ এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশ জ্বালানি, জনশক্তি ও তৈরি পোশাকের মতো সম্ভাবনাময় খাতগুলোতে সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে কাজ করে যাচ্ছে।”

এদিকে অনুষ্ঠানে ভিন্ন একটি প্রেক্ষাপট তুলে ধরেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সৌদি-বাংলাদেশ সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছানোর পথে। কেবল রাষ্ট্রীয় পর্যায়ে নয়, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যেও সম্পর্ক গভীর করা প্রয়োজন।”

সম্পর্কের গোড়াপত্তনের কথা স্মরণ করেও তিনি বলেন, “এই সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যখন দুই দেশের মধ্যে সরকার-থেকে-সরকার (জিটুজি) পর্যায়ে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল।”

আমির খসরু তথ্যপ্রযুক্তি (আইটি) ও পুঁজিবাজারে সৌদি বিনিয়োগের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “আমরা জানি, সৌদি আরবের কাছে বিপুল তহবিল রয়েছে যা বিনিয়োগের জন্য প্রস্তুত। আমরা সেই বিনিয়োগ আমাদের পুঁজিবাজারে আনার আহ্বান জানাচ্ছি।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫