Logo
×

Follow Us

অর্থনীতি

এক ও দুই টাকার কয়েন না নেওয়া আইনের লঙ্ঘন: বাংলাদেশ ব্যাংক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৫:০১

এক ও দুই টাকার কয়েন না নেওয়া আইনের লঙ্ঘন: বাংলাদেশ ব্যাংক

এক ও দুই টাকার ধাতব মুদ্রা বা কয়েন।

দেশের কিছু এলাকায় এক ও দুই টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেনে অনীহার খবর পাওয়ায় এ বিষয়ে আবারও বিজ্ঞপ্তি দিয়ে জনগণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই কয়েনগুলো অচল নয় এবং কাগজের নোটের মতোই বৈধ মুদ্রা।

সব ধরনের নগদ লেনদেনে এই কয়েন ব্যবহার অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, এই কয়েনগুলো গ্রহণে অস্বীকৃতি জানানো আইনের লঙ্ঘন।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সাইদা খানম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের কিছু এলাকায় মানুষ এক ও দুই টাকার কয়েন গ্রহণে অনীহা দেখাচ্ছে,” যা প্রচলিত আইনের লঙ্ঘন।

বিজ্ঞপ্তিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের মুদ্রানীতি ব্যবস্থা সঠিকভাবে পরিচালনার স্বার্থে সবাইকে বৈধ সব ধাতব মুদ্রা লেনদেনে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫