Logo
×

Follow Us

অর্থনীতি

ঋণ অবলোপন সহজ করল বাংলাদেশ ব্যাংক, আদায়ে থাকছে প্রণোদনা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৪:৫৭

ঋণ অবলোপন সহজ করল বাংলাদেশ ব্যাংক, আদায়ে থাকছে প্রণোদনা

বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের স্থিতিপত্র (ব্যালেন্স শিট) ঠিক রাখতে খেলাপি ঋণ অবলোপনের নীতিমালা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একটানা দুই বছর ‘মন্দ’ বা ‘সন্দেহজনক’ হিসেবে থাকা ঋণ অবলোপন করা যাবে।

পাশাপাশি অবলোপন করা ঋণ আদায়ে যুক্ত কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়ারও সুযোগ তৈরি করা হয়েছে।

রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার (বিআরপিডি সার্কুলার নং ০৮) জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, দুই বছর ধরে ‘মন্দ’ বা ‘সন্দেহজনক’ হিসেবে শ্রেণিবদ্ধ থাকা ঋণ অবলোপনের জন্য যোগ্য হবে। তবে অবলোপন প্রক্রিয়া শুরুর কমপক্ষে ৩০ কার্যদিবস আগে ঋণগ্রহীতাকে জানাতে হবে।

নতুন নীতিমালায় পুরোনো মন্দ ঋণ অবলোপনের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে উৎসাহিত করা হয়েছে। আশা করা হচ্ছে, এই সংশোধিত নীতি অনাদায়ী মন্দ ঋণ অপসারণের মাধ্যমে ব্যাংকগুলোর আর্থিক হিসাবের বোঝা কমাতে সাহায্য করবে।

এছাড়া অবলোপন করা ঋণ আদায়ে সফল কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যেসব ব্যাংকের এ সংক্রান্ত নীতিমালা নেই, তাদের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে তা তৈরি করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিআরপিডির পরিচালক মোহাম্মদ বায়েজিদ সরকার বলেন, “এই সংশোধিত নীতিমালার লক্ষ্য হলো আমাদের ঋণ অবলোপন ও আদায় প্রক্রিয়াকে আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।”

তিনি যোগ করেন, “যা ফলস্বরূপ ব্যাংকিং খাতের আর্থিক স্বাস্থ্যকে শক্তিশালী করবে।”

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে জারি করা নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। 

এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকিং খাতের সার্বিক স্বাস্থ্যের উন্নতি হবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫