Logo
×

Follow Us

অর্থনীতি

পুঁজিবাজারে লেনদেন শুরু রবিবার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০, ১৮:২০

পুঁজিবাজারে লেনদেন শুরু রবিবার

করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি শেষে আগামী রবিবার (৩১ মে) থেকে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।

বৃহস্পতিবার (২৮ মে) লেনদেন চালুর অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমতি দেয়া হয়।

বিএসইসি’র কমিশন সভার বিষয়ে নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কভিড-১৯ এর বিস্তাররোধে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় প্রণীত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত অফিস আদেশ পরিপালন সাপেক্ষে উভয় স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) লেনদেন ও সেটেলমেন্ট শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও এ সংক্রান্ত সব কর্মকাণ্ড পুনরায় শুরু করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে অনাপত্তি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫