Logo
×

Follow Us

অর্থনীতি

ভুয়া রপ্তানি দেখিয়ে ৩.৭৬ কোটি টাকার ভ্যাট ফাঁকি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ১৫:৫৬

ভুয়া রপ্তানি দেখিয়ে ৩.৭৬ কোটি টাকার ভ্যাট ফাঁকি

প্রতীকী ছবি

ভুয়া রপ্তানি দেখিয়ে তিন কোটি ৭৬ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে আশুলিয়ার পলাশবাড়ীতে অবস্থিত টেরিটাওয়েল উৎপাদনকারি প্রতিষ্ঠান আলপা কম্পোজিট টাওয়েল লিমিটেড। ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ এই ভ্যাট ফাঁকি উদঘাটন করে প্রতিষ্ঠানটি বরাবর এ সংক্রান্ত দাবিনামার নোটিশ পাঠিয়েছে।

আলপা কম্পোজিট ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত ৭ হাজার ১৬৭ মেট্টিক টন পণ্য (টেরি টাওয়েল) রপ্তানি দেখিয়ে শুন্য হারে ভ্যাট চালান ইস্যু করে। কিন্তু এসব পণ্য প্রকৃত অর্থে রপ্তানি হয়নি বরং তারই অন্য সহযোগী প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনার ড. মইনুল খান বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাটের একটি দল কারখানা থেকে কাগজপত্র জব্দ করে। জব্দকৃত কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় এসব পণ্য রপ্তানি হয়নি। এসব পণ্য তারই অন্য সহযোগী প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে।’

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা যায় পণ্যের উপর প্রযোজ্য ভ্যাট পরিহারের উদ্দেশে শূন্য হারে ভ্যাট চালান ইস্যু করা হয়েছে। এছাড়া তারা রপ্তানির স্বপক্ষে কোনো প্রমাণও দেখাতে পারেনি। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির কাছে দাবিনামার নোটিশ পাঠানো হয়েছে।

তিনি জানান, ১৯৯১ সালের ভ্যাট আইনের ধারা ৫৫(৩) অনুসারে এই চূড়ান্ত দাবিনামা জারি করা হয়। আগামী ৭ কার্য দিবসের মধ্যে এই ভ্যাটের টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়েছে।

ফাঁকিকৃত ভ্যাট আদায়ের পাশাপাশি প্রদেয় সময় থেকে মাসিক ২ শতাংশ হারে অতিরিক্ত হিসেবে সুদও সরকারি কোষাগারে জমা দিতে হবে প্রতিষ্ঠানটিকে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫