
কভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, অভ্যন্তরীণ বিনিয়োগ নিয়ে গার্ডিয়ান লাইফ
চ্যানেল আইয়ের সহযোগিতায় "গার্ডিয়ান লাইফ বাজেট বিশ্লেষণ" শীর্ষক একটি বাজেট সংক্রান্ত আলোচনা অনুষ্ঠান আয়োজন করেছে।
অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় এবং ফেসবুক পেজে ১১ থেকে ১৬ জুন প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় প্রচারিত হয়েছে।
২০২০
সালের শুরু থেকেই কভিড-১৯ এর কারণে গত কয়েক বছরে অর্জিত আর্থ-সামাজিক অগ্রগতি বজায় রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দেহ ছিল।
ইতোমধ্যে কভিড-১৯ এর প্রভাবসরূপ অর্থনৈতিক মন্দা, চাকরি হ্রাস এবং দারিদ্র্য বৃদ্ধির মতো সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
সংকট নিরসন ও সমাধানে বাংলাদেশ সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।