Logo
×

Follow Us

অর্থনীতি

করোনায় আরেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২০, ১৩:৪১

করোনায় আরেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক্সিম ব্যাংকের কর্মকর্তা তানভীর আহমেদের মৃত্যু হয়েছে। ব্যাংকটির মালিবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন তানভীর।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২২ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোয়াদ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন। ২০১০ ব্যাচে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫