Logo
×

Follow Us

অর্থনীতি

করোনায় মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২০, ০১:৫৯

করোনায় মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের (৬৮) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ সেলিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই সপ্তাহ আগে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তিনি মারা যান।

শুক্রবার ঢাকার ইস্টার্ন প্লাজা মার্কেট ও পরীবাগে মরহুমের দুটি জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যায় নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫