Logo
×

Follow Us

অর্থনীতি

করোনায় সাইফ পাওয়ারটেকের এমডির মানবিকতা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ১২:৪৮

করোনায় সাইফ পাওয়ারটেকের এমডির মানবিকতা

বৈশ্বিক মহামারি করোনার তান্ডবে সৃষ্ট সংকটকালে সাইফ পাওয়ারটেকের এমডি তরফদার মো: রুহুল আমিনকে দেশের মানুষ পেয়েছে সামনের সারির অন্যতম যোদ্ধা হিসেবে। করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান, অসহায় মানুষদের জন্য খাদ্য সহায়তা, জাহাজের কনটেইনার হ্যান্ডলিংয়ে থাকা লেসিং বিভাগের এবং ডেলিভারি বিভাগের দুই হাজার অস্থায়ী শ্রমিকদের ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। 

দেশের প্রধান সমুদ্রবন্দরের সিসিটি, এনসিটি টার্মিনালে কর্মরত শ্রমিকদের ত্রাণসামগ্রী বিতরণ, কর্মহীন হয়ে পড়া ২০০ ফুটবল কোচকে প্রায় ২৫ লাখ টাকার আর্থিক সহযোগিতা, দেশের প্রধান সমুদ্র বন্দরে মাস্ক, পিপিইসহ সুরক্ষা উপকরণ উপহার, পায়রা বন্দরে করোনা মোকাবেলার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা সরঞ্জাম প্রদান, কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য চিকিৎসা উপকরণ ও সুরক্ষা সামগ্রী প্রদান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেলের কাছে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর করেছেন।

আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখতে বন্দরে কর্মীদের আনা-নেওয়ার জন্য বাস, নাশতা, স্বাস্থ্য সুরক্ষা উপকরণ- বিশেষ করে মাস্ক, গ্লাভস, হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, জ্বর মেপে টার্মিনালে ঢোকানো, মেডিক্যাল টিমের উপস্থিতি ইত্যাদি নিশ্চিতকরণ, অসহায়, গরিব ও হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা ,আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তিনি চেষ্টা করে যাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী ও দুঃস্থ্য মানুষের জীবনের চাকা অবিরাম চলমান রাখতে, যা সত্যি খুবই প্রশংসনীয়।চলমান মহামারি করোনায় ইতোমধ্যেই সমাজের বিভিন্ন গুরত্বপূর্ণ ক্ষেত্রে তথা জনস্বার্থে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।

জাতির এই দুঃসময়ে মানবতার দূত হিসেবে অবতীর্ণ হয়েছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব, বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠক,এবং বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মহামারি নভেল করোনাভাইরাস মোকাবিলায় গত ১৫ এপ্রিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকার অনুদানের চেক দিয়েছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। গণভবন থেকে উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্যসচিব আহমদ কায়কাউস অনুদানের চেকটি গ্রহণ করেন।

তরফদার মো. রুহুল আমিন মিশন একাত্তরকে বলেন, চট্টগ্রাম বন্দর পিছিয়ে পড়লে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। করোনার এই দুর্যোগ মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বন্দরে কনটেইনার লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। লোড-আনলোড কার্যক্রমের সাথে জড়িত প্রায় ২ হাজার শ্রমিককে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া বন্দর কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় পোশাক এবং তাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চবক চেয়ারম্যানের হাতে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত তিনি বলেন, এনসিটি ও সিসিটির কর্মীদের নগরের বিভিন্ন পয়েন্ট থেকে আনা-নেওয়া করতে তিনটি বাসের ব্যবস্থা করেছি আমরা। আমাদের কর্মীদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণাদি সরবরাহ করেছি। সবার জ্বর পরীক্ষা করে ইয়ার্ডে ঢোকাচ্ছি। নিজস্ব চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেছি। সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন করেছি। উন্নত নাশতা সরবরাহ, শ্রমিকদের প্রণোদনাসহ নানা উদ্যোগ নিয়েছি আমরা। এর ফলে আমাদের অধীন টার্মিনালগুলোতে নিরবিচ্ছিন্ন অপারেশন চলছে।

মানবিক মানুষ তরফদার মো. রুহুল আমিন মিশন একাত্তরকে বলেন, করোনা মোকাবিলা করেই আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে হবে। দেশের শিল্পবাণিজ্য বাঁচাতে আমি ও আমার প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছি। শুরু থেকে চট্টগ্রাম বন্দর সচল রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে গত ১৩ মে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের হাতে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ উপহার দিয়েছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

১৭ ই জুন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল -এর হাতে সাইফ পাওয়ারটেক লিমিটেড এর পক্ষে স্বাস্থ্য নিরাপত্তা সরঞ্জাম প্রদান করেন সাইফ পাওয়ারটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃরুহুল আমিন।

এইসকল স্বাস্থ্য নিরাপত্তা সরঞ্জাম এর মধ্যে রয়েছে সার্জিক্যাল মাস্ক রাবার গ্লাভস পিপিই, গগলস, ইনফার্ট থার্মোমিটার হেক্সিসল।

সম্প্রতি ১১ জুলাই কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের (এলজিআরডি) সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের হাতে বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য চিকিৎসা উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে।

মানবিক মানুষ রুহুল আমিন মিশন একাত্তরকে জানান, দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় দেশবাসীর মধ্যে যথাসাধ্য ত্রাণ, হ্যান্ড গ্লভস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি সরঞ্জামাদি দিয়েছি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মাধ্যমেও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি দিয়েছি। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় সংবাদকর্মী ও ফুটবল কোচদের সর্বদা প্রণোদনা দিয়ে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও সাধ্যমত সহযোগিতা অব্যাহত রেখে দেশের মানুষের পাশে থাকব।

সবশেষ ১২ জুলাই সাইফ পাওয়ারটেক লিমিটেড করোনা ভাইরাস প্রতিরোধে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের কাছে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর করেছে।

ইতোমধ্যেই এই শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠক দেশের ২০০জন কোচকে প্রায় ২৫ লাখ টাকা আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে অন্যসব সেক্টরের মতো দেশের ক্রীড়াঙ্গণও থমকে গেছে। কোথাও খেলা নেই। মাঠে ফুটবল নেই। ফুটবল না থাকার কারণে আমাদের ফুটবলার তৈরির কারিগর কোচদেরও কোনো কাজ নেই। তৃণমূল থেকে যারা দিন-রাত কাজ করে ফুটবলার তৈরি করতেন, তারা আজ ঘরবন্দি।

আজ আমাদের ফুটবলারদের কোনো কাজ নেই। আমাদের সংগঠকদের কোনো কাজ নেই। এই অবস্থায় সকলেই অর্থনৈতিক কষ্টের মধ্যে সময় পার করছি।

উল্লেখ্য, দেশের ফুটবল জগতকে আরও সমৃদ্ধ রাখতে তরফদার মোঃ রুহুল আমিনকে দেশীয় ফুটবলের শীর্ষ নেতৃত্বের জায়গাটায় দেখতে চেয়েছিলেন বাংলাদেশের অগনিত মানুষ, দর্শক, ভক্ত ও বোদ্ধাগণ। তবে ফুটবলের শীর্ষ নেতৃত্বের সেই জায়গায় না থাকলেও তিনি ঠিকই থাকছেন দেশের আপামর জণসাধারণের পাশে। বিশেষ করে সমাজের নিম্ন ও দুস্থ্য শ্রেণির মানুষের পাশে। আর সবসময়ের মত থাকছেন খেলার সাথে সম্পৃক্ত অসহায়দের পাশে।

করোনাযুদ্ধে সামনের সারির অন্যতম যোদ্ধা, ক্রীড়াসংগঠক, জাতির দুঃসময়ে ত্রাতার ভূমিকায় মানবিক মানুষ তরফদার মো. রুহুল আমিন আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে সবার দোয়া চেয়েছেন।-বিজ্ঞপ্তি 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫